ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্নিঝড় বিপর্যয় । আরব সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রবিবার রাতেই আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার তা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে পাকিস্তানে নয়, এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে গুজরাটের কচ্ছে । মৌসম ভবনের তরফে ইতিমধ্যেই সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে। আগামী ১৫ই জুন দুপুরেই সৌরাষ্ট্র-কচ্ছ উপকূলে আছড়ে পড়তে পারে বিপর্যয়। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবেই স্থলভাগে প্রবেশ করবে বিপর্যয়। এরপর স্থলভাগের অন্দরে যত এগোবে, তত শক্তিক্ষয় হবে ঘূর্ণিঝড়ের। এদিকে মৌসম ভবনের তরফে রবিবার সকালেই জানানো হয়েছিল, শক্তি বাড়িয়ে চরম তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয়। এর প্রভাবে পূর্ব মধ্য আরব সাগরে ঘণ্টায় ১৯৫ কিমি বেগে ঝড় বইছিল। আগামী ১৫ই জুন বিকেলে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা থাকলেও, সেদিন দুপুরেই গুজরাটের মাণ্ডবী ও পাকিস্তানের করাচির মাঝখান থেকে অতিবাহিত হতে পারে এই ঘূর্ণিঝড়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক এক যুবক
Next post রাজ্য সরকারের তরফে এক অভিনব র‍্যালির আয়োজন
%d bloggers like this: