এক যুবককে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে lবিশালগড় মহকুমার পশ্চিম লক্ষ্মীবিল এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন নামে এক যুবককে চার জন মিলে শনিবার হত্যার চেষ্টা করে বলে অভিযোগ। বিশালগড় হাসপাতাল থেকে শনিবার রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করা হয় l হামলাকারীদের মধ্যে ২ জন মহিলাও রয়েছে বলে অভিযোগ। এখন ঘটনার তদন্ত করছে পুলিশ l এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে l