গত ৭ মার্চ মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি l উনার মরদেহ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আনা হয়। সেখানে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমাকান্ত দে, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রণব সরকার ও কোষাধক্ষ্য রঞ্জন রায় সহ আরো অনেকে l সেখান থেকে উনার মরদেহ আখাউড়া চেকপোস্ট দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হয়। এক সাক্ষাৎকারে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন ,উনার মৃত্যুতে অনেক ক্ষতি হয়েছে l বিগত বহু দিন যাবত ধরে তিনি ব্রেন ক্যান্সার রোগে ভুগছিলেন lতিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন টাটা মেমোরিয়াল হাসপাতালে l সেখানে গত সাত মার্চ উনার মৃত্যু হয় l উনার মৃত্যুতে আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ
গভীর সমবেদনা জানিয়েছে l