মথার সাথে বি জে পি সরকারের চুক্তি!
চুক্তি পত্রে তিপ্রা নামে ভুল!
তাহলে কি এই চুক্তি পত্রের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন হবে?
প্রদ্যুতের চোখে পড়েনি এই ভুল? নাকি চুক্তির আনন্দে মশগুল ছিলেন মথার নেতারা?

সামনেই লোকসভা নির্বাচন, নির্বাচনের আগে রাজ্য রাজনীতির কেন্দ্র বিন্দুতে মথা! রাজ্যের প্রধান বিরোধী দল হয়েও তিপ্রা মথা দল শুধু এক ইস্যুতেই নিজেদের সীমাবদ্ধ রেখেছেন। একের পর এক আন্দোলন এবং এর পর মথার শেষ অস্ত্র তারা প্রয়োগ করে। গ্রেটার তিপ্রা ল্যান্ড না হলে আমরন অনশনের ডাক দিয়েছিলেন মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব্বর্মন। অনশন মঞ্চে ১৫ মিনিটের মধ্যেই ফোন আসে প্রদ্যুতের কাছে তাকে দিল্লী যেতে হবে।এবং সেই মোতাবেক তিনি দিল্লীও জান। কিন্তু কি পেলেন দিল্লী গিয়ে? দির্ঘ বৈঠকের পর জানালেন চক্তি হবে। ভারত সরকার, রাজ্য সরকারের সাথে তিপ্রা মথার চুক্তি। যেখানে তারা ল্যান্ড রাইট, পলিতিক্যাল রাইট, অর্থনৈতিক উন্নতি, সংস্কৃতির উন্নতি ইত্যাদি পাবে! কিন্তু মুল দাবী অর্থাৎ গ্রেটার তিপ্রা ল্যান্ড নিয়ে এখন সম্পুর্ন চুপ মথা এবং মথার নেটা প্রদ্যুৎ কিশোর। কিন্তু এর থেকেও বড় কথা যে চুক্তি পত্র মথার তরফে প্রেস রিলিজ করা হয়েছে! সেখানেই ধরা পড়ল এক বিশাল ভুল? কোণটা ঠিক কোনটা ভুল তা বলাও এখন মুশকিল! যে চুক্তি পত্র মথা এবং ভারত সরকার, রাজ্য সরকারের মধ্যে হয়েছে তাতে তিপ্রা সম্পুর্ন নামে ভুল ধরা পড়ল! যেই চুক্তি পত্রে মথার তরফে স্বাক্ষর করেছেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেব্বর্মা, বিজয় কুমার রাঙ্খল, অনিমেশ দেব্বর্মা, ভারত সরকারের তরফে স্বাক্ষর করেছেন পিয়ুশ গোয়েল, এদিশনাল সেক্রেটারি, এবং রাজ্য সরকারের তরফে স্বাক্ষর করেছেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা। এবার আসা যাক নামে! আপনারা দেখুন চুক্তি পত্রের ঠিক উপরে লেখা রয়েছে তিপ্রা শব্দের সম্পুর্ন অর্থ The Indigenous Progressive Regional Alliance কিন্তু মথার তরফে জানানো হয়েছিল দল গঠনের সময় এই শব্দের সম্পুর্ন অর্থ হল Tipraha Indigenous Progressive Regional Alliance। এবার প্রশ্ন আসতেই পারে এতবড় ভুল তাও আবার এত বড় চুক্তি পত্রে? সেটা কি মথা নেতাদের চোখে পড়েনি? নাকি শুধু চুক্তির আনন্দেই মাতোয়ারা ছিলেন মথার নেতা প্রদ্যুৎ কিশোর? এটা ভুল না ঠিক তা ভালো বলতে পারবেন মথার নেতারাই! প্রশ্ন কিন্তু থাকবেই কোণটা ঠিক কোণটা ভুল? যদি ভুল হয় তাহলে এই চুক্তি পত্রের মান্যতা আছে কি?