চোরের উৎপাতে অতিষ্ঠ কদমতলা বাসী, পুলিসের বিরুদ্ধে অভিযোগ ছুড়ে হুঙ্কার দিলেন পথ অবরোধের।
চোরের উৎপাতে অতিষ্ঠ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাসী। কদমতলা থানার পুলিসের বিরুদ্ধে অভিযোগ ছুড়ে হুঙ্কার দিলেন পথ অবরোধের। জানা গেছে,গত ১ লা মে সোমবার গভীর রাতে স্হানীয় থানা এলাকার দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের পাল পাড়ার বাসিন্দা বিদ্যুৎ পালের ই-রিক্সা বাড়ি থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। পরদিন সকালে ঘটনাটি নজরে আসলে ই-রিক্সার মালিক অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া ই-রিক্সার কোন সন্ধান পাননি।পরে স্হানীয় থানায় লিখিত চুরির মামলা দায়ের করেন। যদিও পুলিস ঘটনাস্থল পরিদর্শন করে দায়িত্ব সারে। এদিকে ই-রিক্সা চুরির তিন দিন অতিক্রান্ত হলেও চুরি যাওয়া ই-রিক্সার টিকির নাগাল বের করতে পারেনি পুলিস। অপরদিকে স্হানীয় থানার পুলিসের উপর ভরসা হারিয়ে সংবাদ মাধ্যমের শরনাপন্ন হয়ে ই-রিক্সা ফিরে পাবার আকুল আর্জি জানান।ই-রিক্সা মালিক আরো জানান,এই ই-রিক্সা চালিয়ে পরিবার প্রতিপালন করতেন।এখন ই-রিক্সা চুরি যাওয়াতে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। তিনি আরো জানান, কদমতলা থানায় লিখিত চুরির মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোন মামলা গ্রহন করেনি পুলিস। অপরদিকে কদমতলা বাজার প্রেসিডেন্ট সুভাষ পাল জানান,পুলিস চোরের গোপন আঁতাতের কারনে কদমতলা বাসী অতিষ্ঠ।প্রতি রাতেই কোন না কোন গৃহস্থের ঘরে হানা দিচ্ছে চোরের দল।নেই নিয়ম মাফিক থানা এলাকায় রাত্রিকালীন টহলদারি। সম্প্রতি পাল পাড়া এলাকার এক ব্যক্তির ই-রিক্সা চুরির ঘটনা সংঘটিত হলেও ঘটনার তিনদিন অতিক্রান্ত পর চোরের টিকির নাগাল পেতে অক্ষম স্হানীয় থানার পুলিস।তাই তিনি হুঙ্কার দিয়ে বলেন,যদি পুলিস চব্বিশ ঘণ্টার ভেতর ই-রিক্সা উদ্ধার করতে না পারে তাহলে পাল পাড়া বাসী কদমতলা-ধর্মনগর সড়ক অবরোধে বসবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজ্যে ক্রিকেট খেলার উন্নয়ন এর স্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এিপুরা ক্রিকেট এসোসিয়েশন
Next post শীঘ্রই হবে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
%d bloggers like this: