এক অভিনব উদ্যোগ। সোমবার সকালে রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবন প্রাঙ্গণে বিপ্রজিত দাসের দশম জন্ম বার্ষিকী উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতিবছরই বিপ্রজিতের জন্মদিনটি বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়ে থাকে তার পরিবারের উদ্যোগে। বিপ্রজিত দাস পর পর দু’বার আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের হয়ে খেলে রাজ্য এবং দেশের জন্য স্বর্ণপদক এনেছে।এদিন আয়োজিত রক্তদান শিবিরে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।এদিন রক্তদান শিবিরটি ঘুরে দেখার পর এক সাক্ষাতকারে মন্ত্রী বলেন, এটা একটা সুন্দর উদ্যোগ। জন্মদিনে রক্তদান শিবির করা, তা সত্যিই প্রশংসার দাবি রাখে বলে তিনি জানান।এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।