রবিবার সকালে রাজধানীর মেলারমাঠ এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রণব দাস নামে এক যুবককে মেরে রক্তাত্ত করে দীপক দেববর্মা নামে এক যুবক। ঘটনার পর মেলারমাঠ এলাকার লোকজন প্রণব দাসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে l অভিযোগ দীপক দেববর্মা নামে ওই যুবক প্রণব দাসের একটি দোকানের জায়গা দখল নিয়ে নেয় বহু বছর আগে। এরই মধ্যে জায়গার মালিক প্রণব দাস আদালতে একটি মামলা করেনl। আদালত প্রণব দাসের পক্ষে রায় দেয় এবং দীপক দেববর্মাকে সেই জায়গাটি ছেড়ে দিতে নির্দেশ দেয়। কিন্তু আদালতের নির্দেশে কোন পাত্তা না দিয়ে দীপক দেববর্মা প্রণব দাসের জায়গা দখল করে রাখেন। এরই মধ্যে রবিবার সকালে প্রণব দাস প্রাত ভ্রমণে বের হওয়ার পর দীপক দেববর্মা নামে ঐ যুবক প্রণব দাসকে কাঠের টুকরো দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে বলে অভিযোগ। এতেই রক্তাক্ত হয় প্রণব দাস।প্রণব দাসের পরিবারের তরফ থেকে জানানো হয় এনিয়ে দীপক দেববর্মার বিরুদ্ধে পশ্চিম থানা একটি মামলা দায়ের করা হবে l বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে প্রণব দাসের l