জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দেওরের হাতে আক্রান্ত বৌদি, ঘটনা বিশালগড় করইমুড়া তেবাড়িয়া এলাকায়।
ঘটনা বিবরণে জানা যায় বিগত পাঁচ বছর ধরে তার দেওরের হাতে আক্রান্ত হতে হয় বৌদিকে।
জানা যায় পিতৃ সম্পত্তি দেবর পরিমল রায় হাতিয়ে নেওয়ার জন্য তার বৌদি রুপ কনা রায়ের উপর মারধর করে যাচ্ছে।
পরবর্তী সময়ে রবিবার দুপুর ২টা ৩৯ মিনিট নাগাদ দেবর পরিমল রায় ক্ষিপ্ত হয়ে তার বৌদি রুপ কনা রায়ের উপর চওড়া হয় এবং বেধড়কভাবে মারধর করে।
পরবর্তী সময়ে আক্রান্ত বৌদি দেবরের সুষ্ঠ বিচার পাবার জন্য দ্বারস্থ হন বিশালগড় থানায়।
সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে এমনটাই জানিয়েছেন আক্রান্ত বৌদি