পানীয় জলের দাবীতে সাত সকালেই জাতীয় সড়ক আটকে দিলো আমবাসা পুরপরিষদের ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা। কলসি বালতি ডেগ -মগ-জগ নিয়ে জাতীয় সড়কে আমবাসা পুরপরিষদের সম্মুখ ভাগেই এলাকার মহিলা – পুরুষ সবাই এই বিক্ষোভে শামিল হয়। উল্লেখ্য,গত ১৭ ফেব্রুয়ারী নির্বাচনের পর দিন থেকেই আমবাসা পুরপরিষদের ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা জল পাচ্ছেন না। রাজ্যে রাষ্ট্রবাদী সরকারের দ্বিতীয় ইনিংস শুরুর সাথে সাথেই জলের দাবীতে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ শুরু হয়েছে। আমবাসা পুর পরিষদের সাত নং ওয়ার্ডের কাউন্সিলর শংকর চক্রবর্তী বলেন,পুর বাসিন্দারা পানীয় জল না পেলে তো রাস্তা রাস্তা আটকে বিক্ষোভ করবেই। পুর পরিষদে এসে দাবি জানাবে। তাদের এই আন্দোলন অনায্য নয়।