বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মূল ঘটকের সামনে এক ফটোগ্রাফারের গলার হার ছিনতাই ও দুই ভাইকে বেধড়ক মারধোর, যুক্তদের গ্রেপ্তার করার দাবিতে বিশালগড় থানায় মামলা দায়ের করেন আক্রান্ত পরিবার সোমবার গভীর রাতে, জানাযায়ী আগরতলা নরসিংগড় দূর্জয়নগর এলাকার যুবক দীপম দেবনাথ পিতার নাম বলরাম দেবনাথ গত সোমবার ভোর রাত ১:৩০ মিনিটে একটি বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফারের কাজ শেষ করে কাঞ্চনমালা থেকে তক্সাসাপাড়া যাওয়ার পথে বিশালগড় জাঙ্গালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মূল ফটকের সামনে জাতীয় সড়কে 15 জনের এক দুষ্কৃতিকারী দল ভলেনো ও সোজুকি গাড়ি নিয়ে ফটোগ্রাফার দীপম দেবনাথকে তার স্কুটি সহ রাস্তায় আটক করেন এবং তাকে বেধড়ক মারধর করে তার গলার স্বর্ণের হার ছিনতাই করে নিয়ে যান সঙ্গে থাকার তার ভাই শান্ত দেবনাথকে ও বেধড়ক মারধোর করেন পাশাপাশি তাকে বলে রাখেন উক্ত বিষয়ে যদি কোন রকম থানা পুলিশ ও মামলা দায়ের করেন তাহলে তাকে একেবারে মেরে ফেলবেন। সোমবার রাত ১১:৩০ মিনিটে চিকিৎসা সেরে বিশালগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানাযায দীর্ঘ কয়েকদিন যাবৎ বিশালগড় জাঙ্গালিয়া মহাদেব বাড়ি থেকে শুরু করে বাইপাস হয়ে বিশালগড় SDPO অফিস সংলগ্ন সড়কে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে রাতের আধারে ছিনতাই রাহাজানি, উক্ত ঘটনার পূর্বে বিশালগড় বাইপাস সড়কে বোলোরো গাড়ি দিয়ে একদল দুষ্কৃতিকারী উদয়পুরের ২ যুবককে আটক করে তাদের কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করেন পরবর্তী সময়ে তারা প্রাণ রক্ষার জন্য বিশালগড় থানায় দ্বারস্থ হয়েছিলেন। যদিও নেতা-মন্ত্রীদের চাপে পড়ে বিশালগড় থানার পুলিশ উক্ত ঘটনা জড়িত অভিযুক্তদের থানায় ডেকে এনে মীমাংসা করিয়ে নিজেদের পকেট এক প্রকার উচু করিয়ে নেয়। জানাযায় পূর্বত্তন ঘটনায় রাজ্যের অর্থমন্ত্রী পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার রেশ কাটতে না কাটতে পুনরায় বিশালগড় জাঙালিয়া বিদ্যালয়ের মূল ফটকের সামনে উক্ত চিন্তা ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, অন্যদিকে বিশালগড় থানার পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারের জন্য মাঠে নেমে পড়েন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ধর্ষণ কাণ্ডে দীর্ঘদিন ধরে পলাতক অভিযুক্ত পুলিশের জালে।
Next post বাইক ও বোলোরো গাড়ির সংঘর্ষে আহত ১
%d bloggers like this: