জাতীয় গ্ৰ্যাপলিং মার্শাল আর্ট প্রতিযোগিতায় ত্রিপুরা দল একটি স্বর্ন পদক ও রুপোর পদক অর্জন করেছে। ১৬ তম জাতীয় গ্ৰ্যাপলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত পয়লা জুন থেকে চার জুন পর্যন্ত মধ্য প্রদেশের দেবাস শহরে।এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে আন্তর্জাতিক গ্ৰ্যাপলিং কোচ ও রাজ্য এসোসিয়েশনের সেক্রেটারি উত্তম আচার্য্যের নেতৃত্বে আট সদস্যের রাজ্য গ্ৰ্যাপলিং দল অংশগ্রহণ করে।তাদের মধ্যে মহিলা বিভাগে নো জিআই গ্ৰ্যাপলিং এ ৩৫ থেকে ৬০ বছরের বয়স গ্রুপে ৫৩ কেজিতে ত্রিপুরা পুলিশের এসপিও দেবী রানি দাস স্বর্ন পদক অর্জন করেছে।বালক বিভাগে ১২ থেকে ১৬ বছরের বয়স গ্রুপে -৩৪ কেজিতে চন্দ্রদ্বীপ সাহা রূপোর পদক অর্জন করেছে। তাছাড়া জাতীয় গ্ৰ্যাপলিং রেফারি ও জাজ্ পরীক্ষায় ত্রিপুরার খোয়াই জেলার রনজিৎ সিনহা উর্ত্তীণ হয়।