শুক্রবার রাজ্য সরকারের কৃষি দপ্তরের সহযোগিতায় ন্যারামেক এর উদ্যোগে রাজধানীর প্রজ্ঞা ভবনে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অ্যাওয়ারনেস সেমিনার অনুষ্ঠিত হয় l এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ l এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব সহ ন্যারামেক আধিকারিক রা উপস্থিত ছিলেন l রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এই সেমিনারে অংশ নেন l এদিন রাজ্যের গর্ব কুইন আনারসের জি আই ট্যাগ ব্যবহারের অনুমোদন পেলেন চাষিরা। কৃষিমন্ত্রী রতন লাল নাথ এদিন প্রজ্ঞা ভবনে ডোনার মন্ত্রকের অধীনস্ত নেরাম্যাক আয়োজিত কুইন আনারসের জিআই ট্যাগিং ব্যবহারের অনুমোদন প্রদান অনুষ্ঠানের সূচনা করেন।