শ্যামসুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল ফুটবল ম্যাচেএগিয়ে চলো সংঘ বৃহস্পতিবার জুয়েলস এসোসিয়েশনকে 2- 1 গোলে হারিয়েছে | এগিয়ে চলো সংঘের পক্ষে পরপর দুটি গোল করেছে পারভেজ ভূঁইয়া | অপরদিকে জুয়েলস এসোসিয়েশনের পক্ষে একটি গোল করেছে মোলসম ডুংগা।এ দিনের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে এগিয়ে চলো সংঘের ফুটবলার পারভেজ ভূঁইয়া |