৫ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষ্যে শনিবার সকালে রাজধানীর গান্ধীঘাট ও মহারাজগঞ্জ বাজারস্থিত নেতাজি মূর্তি এলাকায় সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী সংগঠিত করা হয়। এদিন সকালে এই কর্মসূচিতে উপস্হিত ছিলেন দলের প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন দলের প্রাক্তন বিধায়ক বলেন, ভবিষ্যতে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখিন হতে হবে মানব জাতিকে । এই আশঙ্কাকে সামনে রেখেই গাছ লাগানো খুবই জরুরী। যাতে করে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাই তিনি সকলকে গাছ লাগানোর জন্য আহবান জানিয়েছেন। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার পুরোপুরি ভাবে বর্জন করারও আবেদন জানান প্রাক্তন বিধায়ক।