আমতলী থানাধীন বেলাবর তিল মুড়া এলাকায় এক বয়স্কর মহিলা ৭৩বয়স নাম গিতা রুদ্র পাল এর উপর আক্রমণ করে শাসক দলের মেম্বার সহ কয়েকজন চুরিপুটি নেতা রণজিৎ সরকার, লিটন সরকার, জিৎ সরকার, নারায়ণ সরকার মহিলার উপর আক্রমণ করেন এবং বাড়িঘর পুড়িয়ে যাওয়া হুমকি দিয়ে যান এবং উনার ছেলে স্বপন চন্দ্র পাল কে মারধর করার এবং মেরে ফেলার হুমকি দেন।। এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন আক্রান্ত পরিবার এবং মুখ্যমন্ত্রীর নিকট জীবন ভিক্ষা চাইলেন আক্রান্ত মহিলার ছেলে স্বপন চন্দ্র পাল।