BLG GRIHABODHU NIRJATAN-VO
বৃহস্পতিবার দুপুরে পাষন্ড স্বামী ইলিয়াস হোসেন তার স্ত্রী কুসুম আক্তার কে অবৈধ কাজে লিপ্ত করার চেষ্টা করে তাতে রাজি না হওয়াতে পাষন্ড স্বামী ইলিয়াস হোসেন স্ত্রী কুসুম আক্তারের ওপর মারধর চালায় এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে গৃহবধূ , খবর যায় গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের কাছে তারা দ্রুত ছুটে আসেন বিশালগড় মহিলা থানায় প্রশাসনের সহযোগিতায় স্বামীর মারে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে বর্তমানে আক্রান্ত গৃহবধূ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে পাষন্ড স্বামী ইলিয়াস হোসেন বাড়ি থেকে উন্নত স্থানে গা ঢাকা দিয়ে রয়েছেন আক্রান্ত গৃহবধূ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে তার স্বামীর সুষ্ঠু বিচার চেয়েছেন আক্রান্ত গৃহবধূ।
এখন দেখার বিষয় খবর প্রকাশিত হবার পর পাষণ্ড স্বামী ইলিয়াস হোসেনের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন সেই দিকে তাকিয়ে রয়েছে আক্রান্ত গৃহবধূ সহ গৃহবধূ বাপের বাড়ির সদস্যরা ।