৫ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস l কিছুটা দেরি হলেও এই উপলক্ষ্যে শনিবার সকালে ন্যাশানাল ইয়ুথ প্রজেক্ট এিপুরা স্টেট কাউন্সিলের উদ্যোগে রাজধানীতে পরিবেশ দূষণ মুক্ত রাখা সহ জ্বালানি তেল ব্যবহার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয় এক সচেতনতা মূলক কর্মসূচির মধ্য দিয়ে l রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় হয় এই সচেতনতা মূলক কর্মসূচি l এই কর্মসূচিতে জ্বালানি তেল ব্যবহার বিষয়ে যান চালকদেরকেও সচেতন করা হয় l