সরকার যেখানে স্বচ্ছ ভারত অভিযানের নামে কোটি কোটি টাকা খরচ করছে, সেখানে ধর্মীয় সংখ্যালঘু ছাত্রদের মৌলিক চাহিদার দিকে নজর দেওয়ার সময় নেই! কৈলাসহরের টিলাবাজার ইসলামিয়া ফাজিল (দ্বাদশ) মাদ্রাসার ছাত্রাবাসের সৌচালয় দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে, অথচ প্রশাসন নির্বিকার।

একসময় এই মাদ্রাসা শুধু কৈলাসহর নয়, গোটা ঊনকোটি জেলা ও আশপাশের এলাকার দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষার আলো জ্বালিয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মাদ্রাসার গৌরব মলিন হয়ে গেছে। ছাত্রসংখ্যা কমছে, পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে, আর ছাত্রাবাসের ন্যূনতম সুযোগ-সুবিধাও নেই।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি স্বীকার করেছেন যে, জেলা শিক্ষা দপ্তর থেকে অর্থ এলেও সৌচালয়ের সংস্কারে কোনো বরাদ্দ নেই। প্রশ্ন উঠছে, তাহলে এই অর্থ কোথায় যাচ্ছে? স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন কি শুধুই ফাইল গুছিয়ে বসে থাকবে, নাকি ছাত্রদের মৌলিক চাহিদার প্রতি নজর দেবে?

অবিলম্বে সৌচালয় সংস্কারসহ ছাত্রাবাসের অন্যান্য সুবিধা পুনরুদ্ধার করা না হলে, শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই জেগে ওঠা প্রয়োজন, অন্যথায় ছাত্ররা রাস্তায় নামলে তার দায়ভার কার ওপর পড়বে?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ছৈলেংটা বাজারে দুর্গন্ধ অতিষ্ঠ জনতা!খবর নেই প্রশাসনের!!
Next post বামেদের পাপের ফল ভুগছে বিজেপি সরকার? অবৈজ্ঞানিক ভাবে শিক্ষা দপ্তরকে দীর্ঘ বছর চালিয়ে যাওয়ার ফসল
%d bloggers like this: