দেশের মধ্যে এই মুহূর্তে আত্মহত্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে ছোট্ট এই পার্বত্য রাজ্য ত্রিপুরা। তাই ভয়ংকর এই পরিস্থিতি মোকাবেলার জন্য মানসিক রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসার লক্ষ্যে এবার চালু হল আধুনিক মানসিক হাসপাতাল। কেন্দ্রীয় প্রকল্পে আগরতলার নরসিংগড় মানসিক হাসপাতালেই গড়ে উঠেছে টেলি মানসিক পরিষেবা। যার আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো সোমবার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই আধুনিক মানসিক হাসপাতালের সূচনা হবার কথা থাকলেও, দলীয় কাজে মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে থাকায় এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু। উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা রাজ্য শাখার অধিকর্তা শুভাশিস দাস, আধিকারিক উদয়ন মজুমদার সহ আরো অনেকে। টেলি মানসিক হল একটি সম্পূর্ণরূপে উন্নত মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের কার্যক্রম। এই পরিষেবার মাধ্যমে কাউন্সিলিংয়ের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীরা বার্তালাপও করতে পারবেন এবং ই প্রেসক্রিপশন ও ফলোআপ পরিষেবাও পাবেন। নরসিংগড় আধুনিক মানসিক হাসপাতালে সপ্তাহব্যাপী ২৪ ঘন্টা এই টেলি মানসিক পরিষেবা প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে। যা রাজ্যে প্রথম। এরকম একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু বলেন, জাতীয় স্তরের কর্মসূচির অঙ্গ হিসেবেই এই টেলি মানস। রাজ্যে বিভিন্ন প্রান্তে যারা মানসিক রোগে আক্রান্ত তাদের অনেকের পক্ষেই এই হাসপাতালে আসা সম্ভব নয়। তাই বাড়িতে থেকেই যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা পরিষেবা গ্রহণ করতে পারেন তার জন্যই এই উদ্যোগ।