শনিবার সকালে প্রতাপগড়স্থিত ঠাকুর পল্লী রোড এলাকায় স্থানীয়রা অজিত দাস নামে এক গাড়ি চালকের মৃতদেহ ড্রেনে পড়ে থাকতে দেখতে পেয়ে এডি নগর থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।সে প্রতাপগড় এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।এবিষয়ে গাড়ির মালিক জানান গতকাল গভীর রাতে গাড়ি চালিয়ে বাড়ির সামনে আসে অজিত এবং গাড়িতে মদ্যপান করে পাশাপাশি খাওয়া-দাওয়া করে। এরপর তিনি বাড়িতে চলে যান।এক্ষেত্রে গাড়ির মালিকের প্রাথমিক ধারণা অতিরিক্ত নেশার কারণে ড্রেনের মধ্যে পড়ে হয়তো তার মৃত্যু হতে পারে।যদিও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।