যে বৃষ্টির জন্য দীর্ঘদিনের হা হুতাশ, সেই বৃষ্টির সামান্য উপস্থিতিতেই শহরের অলি গলিতে নোংরা জল জমে নাজেহাল শহরবাসী। বহুদিন পর এক টানা  মুষলধারে বৃষ্টিতে গতকাল কৈলাসহর পুর এলাকার শহরের বেশ কিছু এলাকা শুধুমাত্র পুর পরিষদের ড্রেনই পরিষ্কারের উদ্যোগ না নেওয়ায় জলের নিচে চলে যায় শহরের বেশ কিছু রাস্তা।আর তাতেই পুর পরিষদ এলাকার বিশেষ করে নতুন কালীবাড়ি থেকে থানা এলাকায় বিভিন্ন যায়গায় জল জমে ড্রেইনের নোংরা জল ডুকতে থাকে মানুষের বাড়ী ঘরের উঠোন পর্যন্ত।পুর পরিষদ এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেইন অপরিষ্কার থাকায় এই ধরনের বিপত্তি ঘটে বলে মানুষের ধারনা। একসময় নোংরা জলের গন্ধ সহ্য করতে না পেরে শহরের অনেকেই পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে কে এই বিষয়ে জানান দেন। কিন্তু নীতিশ দে কে বার বার শহরের জনগন ফোন করে জানান দেওয়ার পর উনি উনার সামাজিক মাধ্যমে লিখেন যে ড্রেইন পরিষ্কার করার টেন্ডার এখনো করা হয়নি যার জন্য এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ । তবে সামাজিক মাধ্যমে তিনি এই বিষয় নিয়ে জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে বলেন যে উনাকে সঠিক ভাবে কাজ করতে না দেওয়ায় এই বিপত্তি ! তবে কে উনাকে কাজ করতে দিচ্ছেনা সেই বিষয়ে সামাজিক মাধ্যমে কিছু বলেননি কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে। গতকাল শহরের মানুষের অজস্র ফোনে আজ সকাল আনুমানিক আটটা নাগাদ নিজেই হাতে কুদাল এবং দা নিয়ে শহরের নোংরা ড্রেইন পরিষ্কার করতে শুরু করেন নীতিশ দে। নীতিশ দে এর উদ্যোগ দেখে শহরের বেশ কিছু লোক স্ব-ইচ্ছায় এগিয়ে আসেন এবং নীতিশ বাবুর সাথে তারাও ড্রেইনের নোংরা পরিষ্কার করতে শুরু করেন। হঠাৎ করে কেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যানকে মাঠে নেমে ড্রেইন পরিষ্কার করতে হচ্ছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান জনগন ভোট দিয়ে আমাদের জয়ী করেছে তাই জনসাধারণের জন্য কাজ করা আমাদের কর্তব্য। টেন্ডার হতে দেরী হওয়ায় নোংরা আবর্জনা জমেছে শহরের প্রায় প্রতিটি ড্রেইনে যার কারনে জল জমে ফুলে ফেঁপে উঠছে আর তাই দায়িত্ব না এড়িয়ে নিজেই শহরবাসীকে জল মুক্ত করতে এই উদ্যোগ। তিনি এও জানান পুর পরিষদ থেকে যতদিন পর্যন্ত টেন্ডারের মাধ্যমে ড্রেইনের নোংরা পরিষ্কার হচ্ছেনা ততদিন সকালে ১ঘন্টা করে বিভিন্ন পুর এলাকার ওয়ার্ডে ড্রেইন পরিষ্কার করে যাবেন নীতিশ বাবু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Next post দুই বিল্ডিংয়ের মাঝে আটক পড়ল চোর
%d bloggers like this: