টি সি এ তে সভাপতির গ্রুপ এবং সেক্রেটারির গ্রুপের লড়াই এখন প্রকাশ্যে! প্রায় প্রতিদিনই নাটক মঞ্চস্থ হচ্ছে টি সি এ তে! যেই সংস্থা খেলোয়াড় দের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কথা! সেখানে দিনের পর দিন দুই গ্রুপের লড়াইয়ে কালিমালিপ্ত হচ্ছে টি সি এর ইতিহাস! কিন্তু কে শোনে কার কথা ? রাজনীতির কড়াল গ্রাসে এখন টি সি এ? জনমনে কিন্তু এমন প্রশ্নই উঠছে!
শনিবার টি সি এ সেক্রেটারি তথা মিষ্টি ব্যাবসায়ী তাপস ঘোষ টি সি এ অফিসে গেলে রাজ্যের বিভিন্ন ক্লাবের সদস্যরা চোর চোর বলে স্লোগান দিতে থাকে! টি সি এ তে মিষ্টি ব্যাবসায়ী তাপস ঘোষকে ঢুকতেও বাধা প্রদান করা হয়। পরবর্তী সময় তাপস ঘোষ সহ অন্যান্যরা পশ্চিম আগরতলা থানার দারস্থ হয়। থানার সামনে দাঁড়িয়ে তাপস ঘোষ জানান উনারা জানতে পারেন যে শুক্রবার রাতে একদল দুষ্কৃতী অবৈধ ভাবে টি সি এ অফিসে ঢুকে তাই শনিবার দুপুরে তারা অফিস চত্বর দেখতে আসলে তাদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়! এবং মারধোর করে বলেও অভিযোগ করেন!
বাইট তাপস ঘোষ
এদিকে টি সি এ সভাপতি তপন লোধ জানান উনি এই ব্যাপারে সেই রকম কিছু জানেন না। তিনি আরও জানান টি সি এ জেনারেল বডি একটি সিদ্ধান্ত নিয়েছে যে সেক্রেটারি সহ কয়েকজন অফিসে আসতে পারবে না!
এদিকে সেক্রেটারি বনাম সভাপতির লড়াইয়ে টি সি এ এখন কালিমালিপ্ত। রাজ্যের খেলোয়াদের ভবিষ্যৎ এখন প্রশ্ন চিহ্নের মুখে! অনেকেই বলছেন তাপস ঘোষ এবং তপন লোধ তারা শুধু মুখোস আর এই মুখোসের আড়ালে দুই অদৃশ্য মহাশক্তির লড়াই চলছে! তাছড়া এদিন আশ্চর্যজনক ভাবে কুখ্যাত আসামী কালামানিক কেও টি সি এ চতবরে দেখা যায়