তরতাজা যুবকের মৃত্যুতে চাঞ্চল্য, গোটা এলাকজুরে শোকের ছায়া। ঘটনা রবিবার সলাল৭ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়। ঘটনার বিবরনে জানাযায় তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকার বাসিন্দা তপন দাসে ছেলে তুসার কান্তি দাস কে তার নিজ ঘরেই অচৈতন্য অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। তরিঘরি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জানাযায় মৃত তুসারের শরিরে রক্তের চিহ্ন থাকায় চিকিৎসক ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন। পরবর্তী সময়ে ময়না তদন্তের শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে যুবকের মৃত্যুর কারন নিয়ে একটা ধোয়াশার মধ্যে রয়েছে এলাকবাসীরা। তরতাজা যুবকের আকস্মিক মৃত্যু, অন্যদিনে শরিরে রক্তের দাগ নানা প্রশ্ন উঠে আসছে।
অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিক অজিত দেববর্মা জানান। পোস্ট মর্টেম করে ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর আসল রহস্য ফরেন্সিক রিপোর্ট আসলে পরেই জানাযাবে বলেও তিন জানান। তবে তুসারের মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ভোক্তা ভবনের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক
Next post দিব্যাংগদের সমস্ত সাহায্য সহযোগিতা দেবে রাজ্য সরকার
%d bloggers like this: