উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, ছত্তীসগড়, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, ঝাড়খণ্ড – ভারতের বেশ কয়েকটি রাজ্যে গত কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। যার জেরে বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর প্রদেশ ও বিহার। এই অবস্থায় এই দুই রাজ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। মঙ্গলবার (২০ জুন), তাপপ্রবাহের পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজ্যের প্রস্তুতির পর্যালোচনা করতে এক উচ্চ-স্তরের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বৈঠকের পর মন্ত্রী বলেন, “তাপ-জনিত অসুস্থতার মোকাবিলায় উত্তর প্রদেশ এবং বিহারকে সহায়তার জন্য, এই দুই রাজ্য পরিদর্শন করবেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল। এই দলে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আইসিএমআর, আইএমডি এবং এনডিএমএ-এর বিশেষজ্ঞরা।” এছাড়া, সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর তাপপ্রবাহের প্রভাব নিয়ে গবেষণার নির্দেশ দেওয়া হয়েছে আইসিএমআর-কে। হিটস্ট্রোকের কারণে মৃত্যু রোধ করতে আইসিএমআর-কে একটি দীর্ঘমেয়াদি ও একটি স্বল্পমেয়াদি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।