২০১৫ সালে বনধের দিন বিলোনিয়া আদালত চত্বরে তাণ্ডব সৃষ্টি করেছিল বাম নেতা কর্মীরা। এমনকি আদালত বন্ধ রাখার জন্য বিচারক রুহিদাস পালকে হেনস্থা করা হয়। সেই ঘটনায় পুলিশ তৎকালীন সময়ে তিন বাম নেতা তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা এবং বাবুল দেবনাথের বিরুদ্ধে স্বত:প্রণোদিত মামলা দায়ের করেছিল। সেই মামলায় নিম্ন আদালত তিনজনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। অভিযুক্তরা সেই রায়ের বিরুদ্ধে জেলা আদালতে আপিল করে। কিন্তু জেলা আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখেছে। এ বিষয়ে সাংবাদিকদের জানান সরকারি আইনজীবী আখতার হোসেন মজুমদার