তৃনমূলের নতুন রাজ্য সভাপতি হচ্ছেন পীযূষ বিশ্বাস!দলীয় সুত্রে খবর সোমবারেই হতে পারে ঘোষণা সবকিছু ঠিকঠাক থাকলে ছেলের পর বাবা তৃণমূলে যোগ দিয়েই হয়ে যাবেন রাজ্য সভাপতি। জানা যায় অনেক না করার পড়েও দলের মুখ খুঁজে না পাওয়ায় পশ্চিমবঙ্গের মাননীয়দের চাপে অবশেষে রাজি হলেন রাজ্যের এই বরিষ্ঠ আইনজীবী। এখন দেখার শেষ পর্যন্ত ২৩’র বিধানসভা নির্বাচনে ঘাসফুলের আস্থা কি শেষ পর্যন্ত প্রাক্তন এই কংগ্রেস সভাপতির উপরই হয় কিনা? যদিও শোনা যায় আইনজীবী নিসেবে পীযুষ বাবু যতখানি সফল একজন সংগঠক হিসেবে তার ব্যাস্তানুপাতিক অর্থাৎ চুড়ান্ত ব্যার্থ। সেই ব্যার্থ ব্যাক্তির হাতে দলের ব্যাটন দিয়ে আদৌ কি তৃনমুল কিছু করতে পারবে রাজ্যে? এদিকে সুবল ভৌমিক যাচ্ছেন বি জে পি তে! এও এক নতুন মোড়।