দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে স্পর্শ করলেন নরেন্দ্র মোদী। রবিবার (৯ জুন), তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। এই কৃতিত্ব এর আগে শুধুমাত্র জওহরলাল নেহরুরই রয়েছে। তবে, গত দুই মোদী মন্ত্রিসভার তুলনায় এবারের মন্ত্রিসভাল অনেকটাই আলাদা। বাদ পড়েছেন স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুরের মতো মন্ত্রিসভার পরিচিত মুখরা। অন্যদিকে, এবার যেহেতু শরিকদের সহায়তা ছাড়া সরকার গঠন করতে পারত না বিজেপি, তাই মন্ত্রিসভায়, আগের তুলনায় শরিক দলের প্রতিনিধিত্ব অনেকটাই বেড়েছে। এদিন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী ছাড়াও, পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন প্রমুখ। সব মিলিয়ে শপথ নিলেন ৬৬ জন মন্ত্রী।এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই নরেন্দ্র মোদীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পরই, নতুন এনডিএ সরকারের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন বিশিষ্ট বিজেপি নেতা তথা লখনউয়ের সাংসদ রাজনাথ সিং। বিদায়ী সরকারে তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদে ছিলেন। এরপর শপথ নেন, বিদায়ী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তথা গান্ধীনগরের সাংসদ অমিত শাহ। তাঁর পর শপথ নেন নাগপুরের সাংসদ তথা বিদায়ী সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। বিদায়ী ন্ত্রিসভার সদস্য, পীযূষ গোয়েল এবং ধর্মেন্দ্র প্রধানও এদিন নয়া মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদে ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি ফের মন্ত্রিসভায় ফিরে এলেন। এছাড়া, বিশিষ্ট বিজেপি নেতা তথা মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জনতা দল (ধর্মনিরপেক্ষ) দলের নেতা এইচ ডি কুমারস্বামীসহ শরিক দলেরও বেশ কয়েকজন নেতা এদিন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের নতুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

শরিকদের মন্ত্রিসভায় গুরুত্ব দিলেও, মন্ত্রিসভায় নিজের কোর টিম ধরে রেখেছেন নরেন্দ্র মোদী। রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদায়ী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদায়ী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এদিন রাষ্ট্রপতি ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন ৮,০০০-এরও বেশি অতিথি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শাহরুখ খান, অক্ষয় কুমারের মতো বলি অভিনেতাদেরও দেখা যায় দর্শকাসনে। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কারা থাকছেন মোদী মন্ত্রী সভায়? নতুন মুখ রয়েছে প্রচুর! বাদ পরবেন অনেকেই
Next post মোদী মন্ত্রীসভা থেকে যারা যারা বাদ পড়লেন দেখে নিন তাদের তালিকা
%d bloggers like this: