আগামী বছর দেশে লোকসভা নির্বাচন। তাই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী, সমস্ত রাজনৈতিক দলগুলিই। বৃহস্পতিবার অসমের গুয়াহাটিতে একটি জনসভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আগামী বছরও লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য জয়ী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গত বছর লোকসভা নির্বাচনে কংগ্রেস যে’কটি আসনে জয়ী হয়েছিল, সেই আসন সংখ্যাও পাবে না কংগ্রেস, এমনটাও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।এদিন গুয়াহাটিতে একটি জনসভায় ৪৪ হাজার ৭০৩ জন যোগ্য প্রার্থীর হাতে অসম সরকারের চাকরির নিয়োগপত্র তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কংগ্রেসের সবসময় একটা নেতিবাচক ভাব থাকে। আগামী ২৮শে মে প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। এই নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়েও এখন ওরা রাজনীতি করছে এই বাহানা দিয়ে যে রাষ্ট্রপতির উচিত এই নতুন সংসদ ভবন উদ্বোধন করা।”কংগ্রেস ও অন্যান্য সমমনস্ক বিরোধী দলগুলিকে দুষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এমন বহু রাজ্যেই উদাহরণ রয়েছে যেখানে কংগ্রেস বা অন্য দল বিধানসভার ভিত্তি প্রস্থর রাজ্যপালদের বদলে মুখ্যমন্ত্রী বা দলীয় নেতা, যেমন সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীকে দিয়ে স্থাপন করানো হয়েছে।