তেলিয়ামুড়া, ২৮ জুলাই:
তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে এই মুহূর্তে একাধিক পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল তিন তলা বিশিষ্ট “এগ্রি প্রডিউস মার্কেট” ভবন, “ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস” নির্মাণ, ও চাকমাঘাটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ প্রকল্প।

এই কাজগুলো কীভাবে এগোচ্ছে, গুণগত মান বজায় থাকছে কিনা, ও নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা আছে কিনা—এই সমস্ত দিক সরেজমিনে খতিয়ে দেখতে আজ পরিদর্শনে বের হন স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভিন্ন নির্মাণস্থল ঘুরে দেখেন।

এই পরিদর্শনে বিধায়িকার সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন পুর পরিষদ চেয়ারম্যান নীতিন সাহা, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব নন্দন রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে মুখোমুখি হয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন,

“উন্নয়নমূলক কাজ মানেই শুধু প্রকল্প গ্রহণ নয়—এর যথাযথ বাস্তবায়ন ও গুণগত মান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। তাই স্থানীয় প্রতিনিধি হিসেবে এটি আমাদের কর্তব্য যে কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখা হোক।”

তিনি আরও জানান,

“তেলিয়ামুড়া বিধানসভা এলাকাজুড়ে এই মুহূর্তে এক বিশাল উন্নয়ন পর্ব চলছে। এই কাজগুলোর সুষ্ঠু ও বাস্তবভিত্তিক রূপায়ণের মধ্য দিয়েই আগামী দিনে তেলিয়ামুড়া আরও উন্নত ও আধুনিক হয়ে উঠবে।”

প্রসঙ্গত, রাজ্য সরকারের ‘উন্নয়নের মডেল’ বাস্তবায়নে তেলিয়ামুড়া এখন এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রেগার মজুরি বঞ্চনা নিয়ে হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতে রেগা শ্রমিকদের ধরনা, বিডিও দিলেন আশ্বাস
Next post দেখুন, কী চলছে দৃষ্টিহীন মেয়েদের হোস্টেলে!
%d bloggers like this: