তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে মহকুমা এলাকার তিন বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায়, ২৭ তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, প্রাক্তন চেয়ারম্যান নিতিন কুমার সাহা তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি সি ই ও রাকেশ চক্রবর্তী সহ অন্যান্যরা । ২৯ কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা’র বিশেষ কাজ থাকার কারনে উনি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবননি।
আমাদের কাছে বিধায়ক পদ হয়েছে দায়িত্বের, আমরা কাজ করব, সমাজের প্রত্যেকটা নাগরিকদের জন্য কাজ করব। আজকের এই সংবর্ধনা আগামীদিনে আমাদের কাজ করার জন্য শক্তির জোগাদ দেবে।
তেলিয়ামুড়া মহকুমার নব নির্বাচিত বিধায়কদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনই অভিমত ব্যক্ত করেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায়।
অন্যদিকে ২৭ কল্যানপুর প্রমোদনগর’র বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন তেলিয়ামুড়া মহকুমাবাসীর আশির্বাদ নিয়ে তিন জন বিধায়ক একসাথে কাজ করব। তেলিয়ামুড়া মহকুমাকে শ্রেষ্ট মহকুমা হিসাবে গঠিত করার লক্ষে আগামীদিনে কাজ করবেন বলেও তিনি আশাব্যক্ত করেন।