তেলিয়ামুড়া থানাতে কাগজে কলমে তেল সঙ্কট চলছে। প্রায় সময়ই দেখা যায় বিট পেট্রোলিং-এর জন্য নির্ধারিত বাইক কিংবা গাড়িগুলো তেলের অভাবে ধুঁকছে , কখনো বা মাঝপথে আটকে যায় বা আবার কখনো বা থানা থেকেই বের হতে পারছে না। এই ঘটনা’টা নতুন না, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া থানার কনস্টেবল থেকে শুরু করে একাংশ পুলিশকর্মীরা এ সমস্যায় ভুগছেন। এমন অনেক সময় দেখা যায় ডিউটি সেরে আসার সময় তেলের অভাবে বিট পেট্রোলিং-এর কাজে ব্যাবহৃত গাড়ি বাইক ঠেলে ঠেলে থানা মুখী করছেন পুলিশ কর্মীরা। গোটা ঘটনা নিয়ে প্রায়শই পুলিশের থানা স্তরে কর্মরত উচ্চপদস্থ কিংবা মাঝারি স্তরের সাহেবরা দাবি করে থাকেন তেল সঙ্কট। অথচ থানার একটা নির্ভরযোগ্য সূত্রে খবর,, তেলিয়ামুড়া থানাতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি আসছে, কিন্তু এই জ্বালানি গুলো নিয়ে অন্য সমীকরণ তৈরি হচ্ছে বলেও খবর। একাংশ পুলিশ কর্মীদের টুপাইস কামানোর ধান্দায় তেলিয়ামুড়া থানা থেকে প্রায় সময়ই নাকি বিভিন্নভাবে তেল বিক্রি হয়ে থাকছে। এই সমস্ত ঘটনা গুলো নিয়ে একাংশ পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষের দানা বাঁধছে।
তবে এই ঘটনা পুলিশের বিট পেট্রোলিং-এর জন্য নির্ধারিত গাড়ি বা বাইক গুলো আপাতকালীন বিভিন্ন প্রয়োজনের জন্য রাখা হয়েছে একাংশ পুলিশ কর্মীদের উপরি কামাইয়ের ধান্দায় যদি এগুলো না চলতে পারে তাহলে কিন্তু এটা মারাত্মক ব্যাপার। ফলে সময়মতো পুলিশি পরিষেবা থেকে বঞ্চিত হতে পারে তেলিয়ামুবাসী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অপরিকল্পিত যানজটের জেরে রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ স্কুল পড়ুয়ারা।
Next post ফের মণিপুর সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট l
%d bloggers like this: