বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন এর আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে TCA এর সচিব তাপস ঘোষের বিরুদ্ধে বিভিন্ন ক্লাবের আনা আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করল TCA এর বর্তমান কমিটি। TCA এর বর্তমান কমিটিকে বদনাম করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে কমিটি।