বর্তমানে অশান্ত মণিপুর রাজ্য l গত তেসরা মে থেকে মনিপুরে শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা l বর্তমানে ২৭ দিন পরও মনিপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি । হৃদয় বিদারক দাঙ্গার ফলস্বরূপ উভয় সম্প্রদায়ের বহু ঘর বাড়ি সম্পূর্ন ভস্মিভূত হয়ে গেছে l তাই শিশু থেকে শুরু করে বৃদ্ধ অগনিত মানুষ বাধ্য হয়েছে ত্রান শিবিরে আশ্রয় নিতে। এখনো রাজ্যে মোবাইল ইন্টারনেট এমনকি ওয়াই ফাই পরিষেবা সম্পূর্ন বন্ধ। রাস্তায় আটকে আছে অতি আবশ্যক মাল বোঝাই লরি। এমতাবস্থায় মনিপুরের বিভিন্ন সামাজিক সংস্থা গুলির পক্ষ থেকে আবেদন আসছে ত্রান শিবিরে সাহায্য করার জন্য। সময়ের দাবী ও উদ্ভুত পরিস্থিতি অনুযায়ী রাজ্যের সম মনোভাবপন্ন কিছু যুবক-যুবতি মিলে উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা থেকে অতি আবশ্যক নিত্য প্রয়োজনীয় কিছু ত্রান সামগ্রী বিমানের মাধ্যমে শিবির গুলোতে পাঠানোর l কিন্তু কারুর কাছ থেকে কোন ধরনের নগদ অর্থ গ্রহন করিনি। বিভিন্ন সম্প্রদায়ের জনগন স্বেচ্ছায় দাঙ্গা পিড়ীত বিপন্ন মানুষদের পাশে ত্রান সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে এবং মনিপুরে অতিসত্তর শান্তি ফিরে আসুক এই আহ্বান করেছে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সরকারি টিউশনবাজ শিক্ষকদের ধর পাকড় শুরু
Next post নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে উদ্বোধন হল বন্দে ভারত এক্সপ্রেসের
%d bloggers like this: