দলের বোঝা হতে চাই না আমরা। দীর্ঘ বছর ধরে দল করার পরও দলের নেতৃত্বরা আমাদের উপর আস্থা নেই । আমাদের মতামতও নেওয়ার প্রয়োজন মনে করেনি। প্রদেশ তৃনমূল কংগ্রেসের সহসভাপতি ত্রিদিব দত্ত পদ ত্যাগ করার সিদ্ধান্তকে মতামত দিয়ে তাই আমরা দলের সমস্ত পদ থেকে অব্যাহতি নিলাম । আমরা কোন রাজনীতি দল করবো না । তবে আমরা সহানুভূতি নামে সামাজিক সংস্থার মাধ্যমে মানব সেবায় কাজ করবো । আমরা কোন দলের সাথে যুক্ত হবো না বলে জানান তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা।
দক্ষিণ জেলা ও ব্লকের তৃনমূল কংগ্রেসের পদাধিকারীরা পদত্যাগ করে সাংবাদিক সম্মেলনে জানান জেলা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রশান্ত সেন । নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা হতেই অসন্তোষ তৃনমূল কংগ্রেস কর্মী থেকে শুরু করে নেতৃত্বদের মধ্যে । ক্ষোভে গণহারে পদত্যাগ করলো । দলত্যাগী কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরীকে বিলোনিয়া কেন্দ্রে প্রার্থী করতেই ক্ষুব্দ তৃনমূল কংগ্রেস নেতৃত্বরা।পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সহ সভাপতি ত্রিদিব দত্ত, দক্ষিণ জেলার জেলা সভাপতি প্রশান্ত সেন, জেলা নেতৃত্ব কাজল বনিক সহ একঝাঁক নেতৃত্ব । নির্বাচনের প্রাক মুহূর্ত এভাবে দল ত্যাগের ঘটনা নির্বাচনে কতটুকু প্রভাব পড়ে এখন সেটাই দেখার।