দা দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করে থানায় স্ত্রীর আত্মসমর্প।। নৃশংস ঘটনা অমরপুর কাশীপদ কলোনিতে।। মিতার নাম প্রেমগুরু জমাতিয়া বয়স ৬০ স্ত্রী কাজল কন্যা জমাতিয়া।। ঘটনার তদন্তে যায় বীরগঞ্জ থানার পুলিশ ও ফরেন্সিক টীম।। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।