নির্বাচন গত হয়েছে বেশ কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর ও এখনো বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতা-নেত্রীরা দুষ্কৃতীদের আক্রমণের শিকার হচ্ছে।। দিনে দুপুরে আক্রমণের শিকার হচ্ছে বিরোধী দলের নেতৃস্থানীয়রা।। ধর্মনগর পুরো পরিষদের ২ নং ওয়ার্ডের সুরভী আশ্রম রোডের কংগ্রেস নেত্রী মানষী মালাকারের বাড়িতে এই হামলা সংগঠিত হয়। মানষী মালাকার জানান একটি ম্যাক্স গাড়ি তার বাড়ির সামনে এসে নামে। গাড়িতে ১০ জনের মত লোক ছিল প্রত্যেকের চোখে সান গ্লাস মাথায় গামছা বাধা। তাদেরকে দেখে মানষী বাড়ির ভিতরে চলে আসে।।
তারপর চার জনকে কোন ধরনের বাধা আসলে তা আটকানোর জন্য রেখে বাকিরা বাড়ির সীমানা ভাঙ্গে বাড়ির ভেতর ঢিল ছোড়ে। এমন অবস্থায় মানষী ধর্মনগর থানায় খবর জানায় থানা থেকে পুলিশ বাহিনী আসার আগেই তারা নিশ্চিন্তে তাদের কাজ করে চলে যায়। থানা বাবুরা তদন্ত করে দেখছে ঘটনাটা কি। ঘটনার খবর পেয়ে স্থানীয় কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য এলাকায় ছুটে যান এবং মানষীর খবরা খবর নেন। আক্রান্ত পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে তার অপেক্ষায় রয়েছে।