দিন দুপুরে দোকানের কেশ বাক্স ভেঙ্গে নগদ অর্থ লুটে নিলে চোরের দল।দিন দুপুরে দোকানের কেশ বাক্স ভেঙ্গে নগদ অর্থ লুটে নিলে চোরের দল। থানায় মামলা। তদন্তে পুলিস। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কদমতলা বাজারের কল্পনা লাইব্রেরী এন্ড ভ্যারাইটিজ দোকানে। ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ কল্পনা লাইব্রেরী এন্ড ভ্যারাইটিজ দোকানের মালিক সঞ্জয় কান্তি নাথ ওরফে শ্যামল তার দোকান খোলেন।তারপর দুপুর সাড়ে বারোটা নাগাদ দোকানের ধূপ বাতি দেওয়ার জন্য পাশ্ববর্তী একটি জলের ট্যাঙ্কিতে জল আনতে যান। কিন্তু জল নিয়ে দোকানে এসে দেখতে পান তার ক্যাশ বাক্স ভাঙ্গা। তখন তিনি চিৎকার চেঁচামেচি করলে আশপাশের দোকানিরা ছুটে এসে খবর দেন কদমতলা থানায়।খবর পেয়ে যথারীতি পুলিস ঘটনাস্থলে ছুটে এসে তদন্তে নামে। এদিকে কল্পনা লাইব্রেরী এন্ড ভ্যারাইটিজের মালিক সঞ্জয় ওরফে শ্যামল জানান,জল আনতে দোকানের পাশের একটি জলের ট্যাঙ্কিতে জল আনতে গিয়ে ছিলেন।সর্বসাকুল্যে দোকানে ফিরে আসতে ১০/১৫ মিনিট সময় লেগেছে।আর সেই সুযোগে চোরের দল তার ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ কুড়ি হাজার টাকা সহ তার মানিব্যাগ নিয়ে গা ঢাকা দিয়েছে। পুলিস তদন্ত করলেও তাতে তিনি সন্তুষ্ট নয় বলে অভিযোগ করেন। তিনি বলেন,এর পূর্বেও কদমতলা বাজারে একাধিক চুরির ঘটনা সংঘটিত হলেও চুরির লাগাম টানতে ব্যার্থ স্হানীয় থানার পুলিস। এদিকে পুলিস সূত্রে জানা গেছে, একটি চুরির মামলা হাতে নিয়ে বাজারের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত জারি রেখেছে।