ত্রিপুরা রাজ্য বিজেপি সরকারের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের সমস্ত দিব্যাংগদের রাজ্য সরকারের সমস্ত সাহায্য সহযোগিতা এবং মাসিক ভাতা থেকে বঞ্চিত করা হবে না। এমনকি দিব্যাংগদের সরকারি কাগজ পত্র কিংবা কোনো ধরনের সমস্যা দেখিয়ে কোনো আধিকারিক দিব্যাংগদের সরকারি সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত রাখতে পারবে না বলে চৌদ্দ মে রোববার দুপুরে কৈলাসহরের এক দিব্যাংগ যুবককে সাহায্য সহযোগিতা করতে এসে মন্ত্রী টিংকু রায় একথা জানান। উল্লেখ্য, মন্ত্রী টিংকু রায়ের নিজ চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের সরোজিনী গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় কুড়ি বছরের একশো ভাগ দিব্যাংগ এক যুবক আজ অব্দি সরকারি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছিলো না। চৌদ্দ মে রোববার সকালে সরোজিনী গ্রাম পঞ্চায়েত প্রাংগনে দলীয় সভা করার সময় অর্থনৈতিক ভাবে দুর্বল চা বাগান শ্রমিক পরিবারের এই দিব্যাংগ যুবকের খবরটি দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে শোনা মাত্রই মন্ত্রী টিংকু রায় এই দিব্যাংগ যুবকের বাড়িতে যান। বাড়িতে গিয়ে দিব্যাংগ যুবকের সাথে এবং অভিভাবকদের সাথে দীর্ঘক্ষন আলাপ আলোচনা করে আগামী তিনদিনের মধ্যে দিব্যাংগ যুবকের দিব্যাংগ সার্টিফিকেট, মাসিক দুই হাজার টাকার ভাতা সহ সরকারি সমস্ত সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন মন্ত্রী টিংকু রায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post তরতাজা যুবকের মৃত্যুতে চাঞ্চল্য
Next post শহরের অলিগলিতে বোমা !
%d bloggers like this: