দিল্লি হাটে কুইন পাইনাপেলের মেলার আয়োজন করা হয়েছে l সেখানে রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ উপস্থিত থাকবেনl এছাড়াও কেন্দ্রীয় কৃষি মন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে l এই বিষয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান, আমাদের রাজ্যের পাইনাপেল দুই ধরণের l একটি হল কুইন l আরেকটি হল কিউ l কুইন পাইনাপেল টি হল সম্পূর্ণ ত্রিপুরার l এটা অন্য কোন রাজ্য দাবি করতে পারবে না l এত সুস্বাদু পাইনাপেল ভারতের আর কোন জায়গায় পাওয়া যাবে বলে তিনি জানান l এই কুইন পাইনাপেল কে আরো জনপ্রিয় করে তোলার চেষ্টা করা হচ্ছে বলে তিনি আরো জানান l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অল্টো ও টিয়াগো অটোর মধ্যে সংঘর্ষে মৃত এক ।
Next post তিন হেভিওয়েট বাম নেতার দুই বছরের কারাবাস !
%d bloggers like this: