বুধবার রাতে ভিকি দাস নামে এক যুবক রবীন্দ্র শতবার্ষিকী ভবনের কাছে দুর্ঘটনার শিকার হয়েছেন। তার বাড়ি রামনগরের দুই নম্বর গলিতে। তিনি ফাঁকা রাস্তায় স্কুটি চালিয়ে এসে দাঁড়িয়ে থাকা এক মোটর বাইকে ধাক্কা মারেন। ছিটকে রাস্তায় পড়ে যান। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভিকি শূন্যে উঠে রাস্তায় আছড়ে পড়ছেন। তার মাথা পিচের রাস্তায় সজোরে লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেছেন ইমার্জেন্সি সার্ভিসেসের লোকেরা। জিবিপি হাসপাতালে ভর্তি আছেন ভিকি। দাঁড়িয়ে থাকা মোটর বাইক রাস্তার পাশেই ছিল, মাঝরাস্তায় নয়। পুলিশ ঘটনাস্থলে এসে তিনটি কফ সিরাপের বোতল পড়ে থাকতে দেখেছে। এই সিরাপ নেশার জন্যেই ব্যবহৃত হয়। তাছাড়া, চকোলেটের প্যাকেটও পাওয়া গেছে। ওই সিরাপ সেবনের পর চকোলেট খাওয়ার চল আছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত নথিপত্রে শাসক দলের সঙ্গে তার যোগ থাকার ইঙ্গিত মেলে। কেউ কেউ আন্দাজ করেছেন, তিনি মাদক পাচারের সঙ্গে যুক্ত। পুলিশের অনুমানও তাই।