দেখুন কি চলছে দৃষ্টিহীন মেয়েদের হোস্টেলে! নরসিংগড়স্থিত দৃষ্টিহীনদের জন্য আবাসিক স্কুলে একের পর এক অভিযোগে বিদ্ধ স্কুলের প্রিন্সিপাল।
ছাত্রীদের অভিযোগ, দিনের পর দিন পচা ও বাসি খাবার খেতে বাধ্য করা হচ্ছে তাঁদের। হোস্টেলের ঘরগুলিতে দুর্গন্ধ, শৌচালয়ের অবস্থা শোচনীয়। নেই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা।
এর পাশাপাশি ওঠেছে স্বজনপোষণের অভিযোগও। একাধিক ছাত্রী ও কর্মীদের দাবি, স্কুলের প্রিন্সিপাল একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ দিচ্ছেন, বাকি সবাইকে করা হচ্ছে উপেক্ষিত।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে হোস্টেলের ছাত্রীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। তারা প্রিন্সিপালকে ঘেরাও করে দাবি তোলে—অবিলম্বে এই অব্যবস্থা বন্ধ করতে হবে, দিতে হবে সম্মানজনক পরিবেশ ও পরিষেবা।
এদিকে, এই ঘটনা ছড়িয়ে পড়তেই স্কুলের অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী ও সমাজকর্মীদের একাংশও নড়েচড়ে বসেছেন।
তাদের স্পষ্ট বার্তা— দৃষ্টিহীন ছাত্রীরা যেন অন্ধকারেই না হারিয়ে যায়। অবিলম্বে তদন্ত শুরু করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।