26 শে মার্চ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯৯ তম মন কি বাত অনুষ্ঠান l এদিন এই অনুষ্ঠানে মন কি বাতে অঙ্গদান করা ব্যক্তিদের সঙ্গে ফোনে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে অস্কার জয়ের জন্য ‘এলিফ্যান্ট হুইপারার্স’-এর পরিচালকদের শুভেচ্ছা জানান মোদী। পাশাপাশি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সে দেশের গিয়েছিল এনডিআরএফ-এর দল। সেখানে প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় উদ্ধারকারী দলের সদস্যরা উদ্ধার কাজ চালিয়েছেন। তা নিয়েও প্রশংসা করেছেন মোদী।মন কি বাত অনুষ্ঠানে ক্লিন এনার্জি ব্যবহার প্রসঙ্গে এসেছে দিউয়ের নাম। সেখানে ১০০ শতাংশ ক্লিন এনার্জি ব্যবহারের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মোদী বলেছেন, “আমাদের দেশে সৌরশক্তির ব্যবহার বেড়েছে। সূর্যের মধ্যে যে শক্তি রয়েছে তা কাজে লাগানো হচ্ছে প্রযুক্তির মধ্যে। ভারতীয়রা দীর্ঘকাল ধরেই সূর্যদেবের উপাসনা করেন। বিশ্বের খুব কম জায়গাতেই এমন হয়।”এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ধারণা ভারতকে শক্তিশালী করবে। এর অংশ হিসাবে গুজরাতের বিভিন্ন জায়গায় তামিলনাড়ুর সংস্কৃতির উদযাপন হবে। সৌরাষ্ট্র তামিলনাড়ুর সংস্কৃতির উদযাপন হবে। যেমনটা হয়েছিল কাশীতে। জানালেন প্রধানমন্ত্রী l এদিকে কাশ্মীরের ডাল হ্রদের প্রসঙ্গে আসে মোদীর কথায়। সেখানে পদ্মফুলের বিষয়টি নিয়ে বলেছেন মোদী। ডাল লেকের পদ্ম ফুল চাষে গতি আনতে এফপিও গড়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর জেরে কাশ্মীরের পদ্মফুল বিদেশে যাচ্ছে। সেখানকার পদ্মফুল চাষীদের উন্নতির কথাও বলেছেন মোদী।মন কি বাত’-এর ৯৯ তম এপিসোডে বিভিন্ন বিষয়ে বলার শেষে মোদীর মুখে এসেছে করোনাভাইরাসের প্রসঙ্গ। মোদী বলেছেন, “দেশের বিভিন্ন প্রান্তে কোভিড সংক্রমণ বাড়ছে। আপনারা সাবধনতা অবলম্বন করুন। নিজেদের আশপাশ পরিষ্কার রাখুন। সমস্ত কোভিড বিধি মেনে চলুন।”