এবার দিল্লি বাজেট নিয়ে শুরু জলঘোলা। মঙ্গলবার দিল্লি বিধানসভায় বার্ষিক বাজেট পেশ হওয়ার কথা ছিল। তবে সেই নির্ধারিত দিনে আজ হচ্ছে না বাজেট পেশ। এই নিয়ে কেন্দ্রের দিকেই আঙুল তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তিনি অভিযোগ করেন, কেন্দ্র বাজেট অধিবেশন বন্ধ করে দিয়েছে। এবার এই দিল্লি বাজেট বন্ধ না করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখলেন অরবিন্দ কেজরীওয়াল।সোমবার রাজ্য বিধানসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন নয়া নিযুক্ত অর্থমন্ত্রী কৈলাস গেহলট। সেই মোতাবেক সকালে ১১ টায় বিধানসভায় বাজেট পেশের কথা ছিল তাঁর। তবে তা আর হচ্ছে না। এদিকে কেজরীওয়ালের মন্তব্যে নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লি সরকার ও লেফটেন্যান্ট গভর্নরের মধ্যে অভিযোগের লড়াই শুরু হয়েছে। মোদীকে লেখা চিঠিতে কেজরীওয়াল জানিয়েছেন, “দেশের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও রাজ্যের বাজেট থামিয়ে দেওয়া হল। আপনার দিল্লির জনগণের প্রতি এত রাগ কেন?” তিনি আরও লিখেছেন, “দিল্লির জনগণ জোড় হাতে আবেদন করছে, আমাদের বাজেট পেশ করতে দিন।”