ধীরে ধীরে ঘূর্ণিঝড় বিপর্যয়ের আকার তীব্রতর হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সেই ঝড় আরও তীব্রতর হতে চলেছে বলে জানিয়েছে মৌসম ভবন। জানা গিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে তৈরি হওয়া ওই সাইক্লোন ক্রমশ উত্তরের দিকে এগিয়ে গিয়েছে। শুক্রবার মধ্যরাতে তার অবস্থান ছিল গোয়া থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিমে, মুম্বই থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে ঘূর্নিঝড়ের প্রভাবে। বেশ কয়েকটি সমুদ্র সৈকতে পর্যটকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এদিকে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, তীব্র আকার নিয়ে ওই ঝড় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্রমশ উত্তর-উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। পরবর্তী তিনদিনে সেটি এগোবে উত্তর-উত্তর পশ্চিম দিকে। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, ঝড়ের চেহারা যত ভয়ঙ্কর হবে, ততই ফুঁসবে সমুদ্র। ইতিমধ্যেই সমুদ্র সৈকতগুলিতে সমুদ্রের ঢেউ বলে দিচ্ছে, বিপর্যয় আসন্ন। ওই সৈকতগুলিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী ১৪ই জুন পর্যন্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন
Next post ড্রেন থেকে এক গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার
%d bloggers like this: