ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে নানা গুঞ্জন চলছিল। একাধিকবার বিরোধী রাজনৈতিক দলগুলো সরব হয়েছিল ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে। এ ডি সি’র ক্ষমতায় থাকা দল তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব্বর্মন ও একাধিকবার ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত না হওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। অবশেষে নভেম্বরের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিপরা মথা দলের এডভোকেট এন্টনি দেববর্মা।