নানার বাড়িতে বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে চার বছরে এক শিশু কন্যার, নাম জান্নাত আক্তার পিতা জহির হোসেন,বাড়ি সোনামুড়া থানাধীন সাহাপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে কালাপানিয়া রাজবাড়ী নানার বাড়িতে, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,মা-বাবার অজান্তে পাশের বাড়ির পুকুরে নেমে যা মেয়েটি। একেবারে ছোট মেয়ে সাঁতার সম্পর্কে অভিজ্ঞতা নেই, পুকুরের মধ্যে জলে নড়াচাড়া করতে দেখে পাশের বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি করে তাকে পুকুর থেকে তুলে নিয়ে ধনপুর প্রাথমিক হাসপাতালে নেয়, সেখান থেকে মেলাঘর হাসপাতালে পাঠানো হলে হাসপাতালে কর্তরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শিশুর পিতা পেশা আইসক্রিম বিক্রেতা। মা ফাতেমা বেগম।