রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন দলের প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। বিধায়ক বীরজিত সিনহার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে তাকে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নাম ঘোষণার পরদিন সোমবার সকালে নিজ দায়িত্বভার গ্রহণ করলেন নব নিযুক্ত সভাপতি আশিস কুমার সাহা।এদিন রাজধানীর কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল সহ দলের অন্যান্য নেতৃত্বরা।দলের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আশিস কুমার সাহা জানান, এখন থেকেই প্রস্তুতি নিটে শুরু করুন আপনারা। আগামী দিন এই রাজ্যে একটা গন বিপ্লব তৈরী করবেন রাজ্যের জনগনের সমর্থন নিয়ে । পরিবর্তনের জোয়ার বইবে রাজ্যে। আর এই পরিবর্তনের জোয়ারকে সামনে রেখে এখন থেকেই লড়াই শুরু করার জন্য দলীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি।উনাকে দলের সভাপতি নির্বাচিত করায় সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগেকে ধন্যবাদ জানিয়েছেন নয়া সভাপতি আশিস কুমার সাহা।