সমাজে নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা, পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা ও শোষণমুক্ত আদর্শ সমাজ গড়ে তোলা সহ মোট 15 দফা দাবি আদায়ের লক্ষে গালর্স প্রাউটিস্ট ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার ৬ জনের এক প্রতিনিধি দল গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয় l এক সাক্ষাৎকারে প্রতিনিধি দল জানায়, পৃথিবীতে অর্ধেক নারী লেখা কিন্তু এই নারী দের বর্তমান সমাজে কোন অস্তিত্ব নেই l তারা আজ শারীরিক ভাবে নির্যাতিত হচ্ছে, মানসিক ভাবে নির্যাতিত হচ্ছে বলে তারা জানায়

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিজেপি কার্যকর্তার বাড়ি ভাঙচুর
Next post গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি কে কোনোভাবেই মান্যতা দেবেনা বিজেপি সরকার।<br>স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
%d bloggers like this: