গোটা দেশ সহ রাজ্যে নারী নির্যাতন ও গণধর্ষণের ঘটনা বন্ধের দাবিতে আজ রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে এক ঘন্টার গণস্বাক্ষর কর্মসূচি সংগঠিত করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।উপস্থিত ছিলেন নারী নেত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সভানেত্রী ঝর্ণা দাস বৈদ্য , কৃষ্ণা রক্ষিত সহ আরও অনেকে। এদিন সারা রাজ্যেই এই কর্মসূচী সংগঠিত করা হয়। এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সভানেত্রী ঝর্ণা দাস বৈদ্য অভিযোগ করে বলেন দেশ ও রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতনে এবং গণধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। কুস্তিগীর থেকে শুরু করে বাধাঘাট বাইপাস পর ফের আম্পিতে এক উপজাতি মহিলাকে গণধর্ষণের ঘটনা ঘটল। এই ঘটনায় অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি বলেন, এই গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো হবে। এছাড়া নারী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছেও এই গণস্বাক্ষর সম্মানিত স্মারকলিপি প্রদান করা হবে।