নাশকতার আগুনে পুরে ছাই সাতটি ফলের দোকান। দমকল দপ্তরের গাফলতির অভিযোগ স্থানীয় জনগনের।ঘটনা শনিবার মাঝরাতে তেলিয়ামুড়া সব্জি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানাযায়,, শনিবার গভির রাতে তেলিয়ামুড়া শহরের সব্জি বাজার সংলগ্ন এলাকার ফলের দোকানে অগ্নি সংযোগ ঘটে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে পাশাপাশি দোকান গুলোতে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল দপ্তরে। অভিযোগ দমকল বাহিনী ঘটনা স্থলে আসতে অনেকটা সময় লাগিয়ে দেয়। ফলে আগুনের লেলিহান ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে। স্বাভাবিক ভাবেই ঘটনা স্থলে উপস্থিত জনতা ক্ষভেফেটে পরে।পরবর্তী সময়ে কোনপ্রকার আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সাতটি ফলের দোকান সম্পুর্ন পুরে ছাই হয়ে যায়।দেরি হওয়ার কারন জানতে চাইলে উপসস্থিত জনতাকে দমকল দপ্তরের কর্মীরা জানান গাড়ির চালক এক জন থাকার কারনে দেরি হয়েছে ঘটনা স্থলে পৌছুতে। একই সময়ে দুইটি কল আসার কারনে এই বিলম্ব বলে জানান উনারা। যদিও পরবর্তী সময়ে কল্যানপুর থেকেই একটি গাড়ি নিয়ে আসাহয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।
অপর দিকে একই দিনে তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় ও একটি দোকানে আগুন লাগে। রাতের আধারে কেওবা কারা আগুন ধরিয়ে দেয়। সেখানেও একটি দোকান সম্পুর্ন ভশ্মিভুত হয়েযায়